বাংলায় তথ্য
GP রোগী সমীক্ষা সাইটে স্বাগত জানাই।
UK ব্যাপী দশ লক্ষেরও বেশি মানুষকে GP রোগী সমীক্ষা পাঠানো হয়। এটা মানুষকে তাদের GP-দের সম্বন্ধে মতামত দেওয়ার সুযোগ দেয়। GP-রা তাদের প্র্যাক্টিসে রোগীদের অভিজ্ঞতাকে উন্নত করার জন্য এর ফলাফলগুলিকে ব্যবহার করতে পারেন।
আপনি যদি ডাকযোগে কাগজের সমীক্ষা পেয়ে থাকেন, তাহলে আপনি অংশ নিলে আমরা খুশি হব। আমরা পুরো ওয়েবসাইটটি অন্য ভাষায় প্রদান করতে পারি না, তবে এই পাতাটি বাংলায় সমীক্ষাটি সম্পূর্ণ করার জন্য সহায়তা প্রদান করে।
আমরা যে চিঠিটি পাঠিয়েছিলাম তার একটি কপি এবং বারবার জিজ্ঞাসা করা নির্বাচিত প্রশ্নগুলি বাংলায় দেখার জন্য, ডানদিকের লিংকগুলিতে ক্লিক করুন।
আপনি ডানদিকের লিংকে ক্লিক করে অনলাইনেও বাংলায় সমীক্ষাটি পূরণ করতে পারেন। অনুগ্রহ করে আপনার চিঠি বা প্রশ্নপত্রে প্রদর্শিত আপনার অ্যাক্সেস কোডটি লিখুন, প্রতিটি বাক্সে চারটি অক্ষর সহ। আপনি যদি অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে একটি হেল্পলাইনও আছে যেখানে আপনি বাংলায় আরো তথ্য পেতে পারেন, অথবা টেলিফোনে প্রশ্নমালাটি সম্পূর্ণ করতে পারেন। বাংলা ভাষায় টেলিফোনে জিজ্ঞাসার জন্য, অনুগ্রহ করে 0800 819 9137 নম্বরে ফোন করুন।